৬ই মার্চ সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ এর ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলার জাহানপুর আবেদীয়া মুহাম্মদীয়া সামশুল হক মাদ্রাসা ও মুফতি গরীবুল্লাশাহ হেফজ ও এতিমখানায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। সাথে সকলকে একটি করে মাস্ক দেওয়া হয়।
সামগ্রীসমূহ মধ্যে ছিলো-(গ্লাস, প্লেট, বাটি,চাউল ৫০ কেজি,গরুর মাংস ৫ কেজি,সয়াবিন তেল ৫ লিটার,ডাল ৫ কেজি,পিয়াজ ৫ কেজি,ছোলা ৫ কেজি,চিড়া ২ কেজি,লাক্স সাবান ৩০ টা,লবণ ১ কেজি
বিস্কিট ৩ প্যাকেট,ট্যাং ২ প্যাকেট,আলু ৬ কেজি,মাংসের মসলা ৫ প্যাকেট)।