About us

Estd 2017

আমরা টিম সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ

আমরা তরূণ প্রজন্মের একটি অংশ যারা পড়ালেখার পাশাপাশি সমাজকে সুন্দরভাবে গঠনের জন্য কাজ করে যাচ্ছি । সংগতি ফাউন্ডেশন বাংলাদেশ একটি অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন যা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। আমাদের লক্ষ্য জনহিতকর কাজগুলিকে উত্সাহিত করা। উদ্ভাবনী এবং অনুপ্রেরণামূলক প্রোগ্রামের উদ্যোগ নেওয়ার মাধ্যমে ছাত্র, যুবক সহ সব শ্রেনীর মানুষদের সাথে নিয়ে একসাথে কাজ করা। আমাদের প্রচেষ্টার মধ্যে একটি হল বিনামূল্যে শিক্ষা উপকরণ এবং সহায়তা প্রদান করা, রক্তদান কর্মসূচি, সুবিধাবঞ্চিতদের পুষ্টিকর খাদ্য সরবরাহ। আমাদের এই সফরে আপনিও যদি আমাদের সফরসঙ্গী হতে চান আপনি সবসময় স্বাগত।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজের অসংগতিগুলো দূর করে একটি আদর্শ সমাজ গঠন করা এবং আমাদের প্রতিটি সদস্যকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে নিজের অধিকার আদায় করতে উদ্ভুদ্ধ করা।

Join us

We need your support to spread our services and bring happiness through a cooperation and team work.

Volunteer Registration

সদস্য নিবন্ধন

মানবিক কাজে নিজেকে নিয়োজিত করতে আমাদের সাথে যুক্ত হোন।

সদস্য নিবন্ধন

অনুদান

অনুদানের মাধ্যমে আমাদের যেকোনো উদ্যোগে সরাসরি যুক্ত হতে পারেন। অথবা আপনার উল্লেখিত খাতে এই অনুদানের পুরো অংশ আমরা পৌছে দিয়ে আসবো।

Donate now

স্পন্সরশীপ

অনুদান দিয়ে একটি শিশুর উজ্জল ভবিষ্যৎ গঠনে সহযোগীতা করুন।

স্পন্সর করুন

মাসিক ফি

মাসিক ফি দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।

পরিশোধ করুন
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial